মাগাধীরা, ইগা, বাহুবলী ফ্র্যাঞ্চাইজি এবং আরআরআর-এর ঐতিহাসিক সাফল্যের পর, এসএস রাজামৌলি প্রস্তুত তার পরবর্তী পরিচালনার জন্য। যেটি হতে যাচ্ছে একটি জঙ্গল-অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা!
আর এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার মহেশ বাবু। ছবিতে প্রধান নারী চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। বর্তমানে ছবির শুটিং চলছে, আর সূত্র বলছে, এসএস রাজামৌলি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় কল্পনাদৃশ্যকে বাস্তবে রূপ দিতে ব্যস্ত!
কাশির ঐতিহ্যের সাথে মিশে থাকবে ছবির গল্প?
সূত্রের খবর, এসএস রাজামৌলির এই ছবি ভারতীয় ইতিহাসের গভীরে প্রোথিত, যার সঙ্গে থাকবে পুরাণের উপাদান। ছবির মূল সংঘাত শুরু হবে ভারতীয় পুরাণের পবিত্র নগরী কাশিতে, যা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী, কাশির ঐতিহাসিক পরিবেশ হায়দরাবাদে বিশাল সেট তৈরি করে পুনর্নির্মাণ করা হবে, কারণ বাস্তব লোকেশনে এত বড় মাপের সিনেমার শুটিং করা কঠিন।
ভারত ও আফ্রিকার কল্পনাতীত লোকেশনে অ্যাডভেঞ্চার?
পরিচালক এসএস রাজামৌলি ছবির জন্য বাস্তব বনাঞ্চল, নদী, গুহাসহ বিভিন্ন বৈচিত্র্যময় স্থানে শুটিংয়ের পরিকল্পনা করেছেন। ভারত ও আফ্রিকার কিছু অজানা লোকেশন অন্বেষণ করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রিয়াঙ্কার বলিউডে প্রত্যাবর্তন
মহেশ বাবু ও পৃথ্বীরাজ ইতোমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন, আর মঙ্গলবার (১১ মার্চ) থেকে ওড়িশায় ছবির মূল জঙ্গলের দৃশ্যের শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন পর এটি হবে প্রিয়াঙ্কার ভারতে প্রত্যাবর্তনের সিনেমা। সূত্রের মতে, “প্রিয়াঙ্কা বড় পরিসরে নিজ দেশে ফিরছেন, আর এই বিশ্বমানের সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তনের চেয়ে ভালো কিছু হতে পারে না।”
বিশ্বমানের স্টুডিওর প্রযোজনায় আসছে এই ছবি?
এই সিনেমা উপস্থাপন করবে একটি আন্তর্জাতিক স্টুডিও, কারণ এটি বিশ্বমানের ভারতীয় চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা কয়েক মাসের মধ্যে আসবে, আর এটি ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা ও পৃথ্বীরাজ ছাড়াও আরও বড় বড় অভিনেতাদের এই সিনেমায় নেওয়া হয়েছে, যদিও তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। –পিঙ্কভিলা









