২০২২ সালে মুক্তি পেয়েছিল ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কন্নড় সিনেমা ‘কানতারা’। গেল বছর যার প্রিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ছবির নির্মাতা ঋষভ শেঠি। এমনকি ছবি শুটিংয়ের কাজও শুরু করেছিলেন তিনি। এবার জানা গেল, আসছে বছরের মাঝামাঝিতেই মুক্তি পাবে ‘কানতারা ২’।
ছবির নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি ও প্রযোজনা সংস্থা ‘হম্বল ফিল্মস’ এর তরফে ২০২৫ সালের মাঝামাঝিতেই ‘কানতারা ২’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ইতোমধ্যেই নির্মাতা বিভিন্ন লোকেশনের পাশাপাশি স্টুডিওতেও সিনেমাটির অধিকাংশ শুটিং সম্পন্ন করে ফেলেছেন। বাকি আছে আর ১৫-২০ দিনের শুটিং। শিগগির ছবিটির কাজ শেষ হবে। যার পরই এর পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। এছাড়াও ছবিটির ভিএফএক্সের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে, ‘কানতারা ২’ এর কাহিনী ‘কানতারা’র চেয়ে অনেক বড়। এই গল্পে প্রিকুয়েলসহ পৌরাণিক উপাদানের নানান প্রবর্তনের বিষয় তুলে ধরা হবে বলে সূত্রের খবর। এর আগে ঋষভ শেঠি বলেছিলেন, ‘কানতারায় দর্শক যা দেখেছেন তা আসলে দ্বিতীয় পর্ব। ‘কানতারা ২’ হবে ছবির প্রিকুয়েল, আসল গল্প থাকবে সেখানে।’
এর আগে ছবিটির প্রযোজনা সংস্থা ‘হম্বল ফিল্মস’ তাদের ইউটিউব চ্যানেল থেকে আসন্ন ‘কানতারা ২’ ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। ১ মিনিট ২৩ সেকেন্ডের যে টিজারে দেখা গিয়েছিল ছবির মূল অভিনেতা ও নির্মাতা ঋষভ শেঠিকে। শুধু তাই নয়, ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মধ্যে এর ভিউ ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কানতারা’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘কানতারা’ শুধুমাত্র কন্নড় ভাষায় মুক্তি পেয়েছিল। পরে মালায়লাম, তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় ডাব করা হয়েছিল।- পিঙ্কভিলা









