সৌদি আরবের জেদ্দায় ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ আমির হোসেন আমু অংশগ্রহণ করেছেন।
সভায় তিনি বলেন, বর্তমান সরকারে প্রবাসীদের সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার প্রবাসীদের কল্যাণে গ্রহণ করেছে একাধিক প্রকল্প।
দেলোয়ার সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজি উল্লাহ মিয়া। বক্তব্য রাখেন হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, কুলিয়ারচর উপজলা চেয়ারম্যান মোঃ য়াছির মিয়া, ইসমাইল হোসাইন, ওমর তাতীসহ সংগঠনের নেতৃবৃন্দ।







