Advertisements
অস্কারে ৯৫ তম আসরে আধিপত্য দেখিয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স চলচ্চিত্রটি। সেরা চলচ্চিত্রের পাশাপাশি জিতেছে সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী এমনকি সেরা পরিচালকের পুরস্কারও। সেরা অভিনেতা দ্য হোয়েল সিনেমার ব্রেন্ডন ফ্রেজার আর সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন মিশেল ইয়ো। বেস্ট অরিজিনাল সং হয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা আরআরআর-এর নাটু নাটু গানটি।






