বাজেটের অর্থ কোথায় ব্যয় হয় তা নিয়ে সবার আরও বেশি আলোচনা করা উচিত বলে মনে করেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি।
আজ মঙ্গলবার ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন বাজেট পলিসি’র নতুন প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন।
সাবেক পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটের প্রস্তাবিত অর্থ আকাশে নাকি পাতালে ব্যয় হয় তা নিয়ে সুশীল সমাজের আরও বেশি আলোচনা করা উচিত।
সেন্টারের পরিচালক ডক্টর আবু ইউসুফ বলেন, অর্থমন্ত্রী ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বললেও কীভাবে সেটি করবেন তা স্পষ্ট নয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রাখেন, কারা টাকা নিয়ে দুবাইতে কোম্পানি করে তা জাতিকে জানাতে অসুবিধা কোথায়?









