২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলা ৪৮ দলের বিশ্বকাপে আনকোড়া অনেক দেশ জায়গা করে নিচ্ছে। যেমন, নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বমঞ্চে খেলার টিকিট কেটেছে উজবেকিস্তান। এশিয়ার দেশটিতে শুরু হয়েছে উৎসবের আমেজ। দুর্দান্ত ফুটবল খেলে দেশকে বিশ্বমঞ্চে নেয়াতে প্রেসিডেন্টের থেকে গাড়ি উপহার পেয়েছেন দলটির সব খেলোয়াড়।
দেশটির রাজধানী তাসখন্দে এশিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে উজবেকিস্তান। সেই ম্যাচের পর দলের সব সদস্যকে দেয়া হয় বিশেষ সম্মাননা। প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভের পক্ষ থেকে উজবেকিস্তানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে গাড়ি দেয়া হয়েছে।
এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ড বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। টিমুর কাপাদজের অধীনে দলটির ঐতিহাসিক সাফল্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ একটি ডিক্রি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি, মেডেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হবে।
বাছাইপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর সেটিরই অংশ হিসেবে উপহার দেয়া হয়েছে গাড়ি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনা ব্র্যান্ড বিওইডি-এর গাড়ি আনা হয় এবং সেগুলোর চাবি খেলোয়াড় ও কোচিং স্টাফদের (মোট ৪০ জন) হাতে তুলে দেয়া হয়।









