বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কেউ যদি প্রতিবিপ্লবের কথা ভাবে তাদের অবস্থা ৫ আগস্টের চেয়েও ভয়াবহ হবে, এমনকি তাদের অস্বস্তিও থাকবেনা।
বৃহস্পতিবার ১৫ আগস্ট শাহবাগে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা হয়েছে। এর প্রহসনের বিচার আমরা করতে চাইনা। আমরা একটি আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে বিচার চাই। গণহত্যা চালানোর জন্য সে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু সেটা তারা হতে দেননি।
তিনি আরও বলেন, ১৬ বছরে হাসিনা হাজার হাজার খুন করেছে। কেউ যদি প্রতিবিপ্লবের কথা ভাবে তাদের অবস্থা ৫ আগস্টের চেয়েও ভয়াবহ হবে, এমনকি তাদের অস্বস্তিও থাকবেনা। আওয়ামী রক্তচোষাদের বিচার এবং শাস্তি পাওয়ার পর জনগণ সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করতে পারবে কিনা। আমাদের অসংখ্য ভাইবোন শহীদ হয়েছে।
এসময় আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের রাজনৈতিক দ্বন্দকেও ভারতের মিডিয়া সাম্প্রদায়িক হিসেবে প্রকাশ করছে। গণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মোদির মাধ্যমে নির্বাচন করতে চায়। দেশকে বির্তকিত করার জন্য তারা এসব করছে। তারা ধারণার বাইরে দেশের টাকা পাচার করেছে।
তিনি আরও বলেন, মোদির কাছে নির্বাচন চেয়ে দেশের সার্বভৌমত্বের লঙন করেছে আওয়ামী লীগ। তাদের বিচার হওয়ার পর জনগণ তাদেরকে মেনে নেয় তাহলে সেটি তারা করতে পারবে। ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।









