ইউরোপীয় ইউনিয়ন সময়মত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
মিলার জানান, এবারের ভোটে ইইউর বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকছে। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পথে এই নির্বাচন একটি বড় সুযোগ। সংসদ ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির একটি মহড়াও দেখার সৌভাগ্য হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনের প্রাক-প্রস্তুতি দেখে আমি অভিভূত। সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে তা করা হয়েছে।
ইসির সক্ষমতা ও অঙ্গীকারের বিষয় তুলে ধরে মাইকেল মিলার বলেন, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ও পেশাদারিত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বিশ্বের বড় একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি খুব বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও সন্তোষ জানান ইইউ প্রতিনিধিরা।
নির্বাচন কমিশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কমিশন।









