ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ২১ জানুয়ারি ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এই পদক্ষেপটি ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে পুলিশের দমন-পীড়ন এবং বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যার প্রেক্ষিতে নেওয়া হয়েছে।
ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কাজা কালাস এই পদক্ষেপের পেছনে ইইউ’র দৃঢ় অবস্থান তুলে ধরেন, যেখানে তিনি উল্লেখ করেন, ইইউ কখনোই কোন ধরনের দমন-পীড়নকে সহ্য করবে না। যে সরকার তার জনগণকে হত্যা করে, সেই সরকার আসলে নিজেরই ধ্বংস ডেকে আনে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি বলেন, ইরানে সাম্প্রতিক রক্তপাতের প্রতিবাদে আমরা এই পদক্ষেপ নিয়েছি। তেহরান কর্তৃক আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা প্রদর্শিত হয়েছে, তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।
এর মাধ্যমে ইইউ আন্তর্জাতিক মহলে ইরানের শাসক কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করলো, এবং আইআরজিসির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো, যেটি দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত।








