ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় ইউক্রেন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারিয়েছে ২-১ গোলে। এতে নকআউটের দৌড়ে টিকে থাকল ইউক্রেন।
গ্রুপ ‘ই’তে এক ম্যাচে এক জয়ে শীর্ষে রোমানিয়া। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে ইউক্রেন। গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে স্লোভাকিয়া। নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকদের কাছে হেরে তলানিতে বেলজিয়াম।
শুক্রবার ম্যাচের ১৭ মিনিটে লিড পায় স্লোভাকিয়া। ইউক্রেনের জালে বল পাঠান ইভান স্রানজ। প্রথমার্ধে লিড ধরে রাখে তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। ৫৪ মিনিটে সমতায় ফেরান মাইকোলা শাপারেঙ্কো। ৮০ মিনিটে ইউক্রেনীয়দের জয়সূচক গোলটি এনে দেন রোমান ইয়ারেমচুক।









