জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করেছে পর্তুগাল। ফ্রান্সিসকো কনসিকাওয়ের শেষ মুহূর্তের গোলে পিছিয়ে পড়া নাটকীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী। এই ম্যাচ দিয়ে রেকর্ড ষষ্ঠ ইউরো খেলার কীর্তি গড়েছেন ৩৯ বর্ষী রোনালদো।
লেইপজিগের রেডবুল অ্যারেনায় বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পর্তুগাল। ৬২ মিনিটে রিপাবলিকের লুকাস প্রভোডের গোলে প্রথমে পিছিয়ে পরে পর্তুগাল। এর মিনিট সাতেক পর নিজেদের জালে রবিন হ্রানাক বল জড়ালে সমতায় ফেরে রোনালদো বাহিনী। শেষদিকে ত্রাতা হয়ে আসা ফ্রান্সিসকো কনসিকাওয়ের গোলে জয় পায় পর্তুগাল।
বয়সটা ৩৯ হলেও ফুরিয়ে যাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। নিজের পুরোটা শেষ না হাওয়া পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলতে চান রোনালদো, এমনই ইঙ্গিত দিয়েছেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল।’
এই ম্যাচে কীর্তি গড়েছেন আরেক পর্তুগিজ তারকা পেপে। ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন পর্তুগিজ ডিফেন্ডার। চেক রিপাবলিকের বিপক্ষে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১১৩ দিন। ভেঙেছেন হাঙ্গেরির গ্যাবর কিরাইয়ের ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলার রেকর্ডটি।









