স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আর কয়েকঘণ্টা পর মিউনিখে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। ঠিক একমাস পর অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিনে শিরোপা নির্ধারণের লড়াইয়ের মাধ্যমে নামবে পর্দা। টুর্নামেন্টটি সম্পর্কে যা জানার আছে, এক নজরে জেনে নিন।
৯ ও ১০ জুলাই মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল। ১৪ জুলাই হবে ফাইনাল। ২৪ দলের অংশগ্রহণে হবে সেরার মুকুট অর্জনের লড়াই। মোট ১০টি ভেন্যুতে হবে ম্যাচ। গ্রীষ্মকালীন আসরটিতে অংশ নিতে পারা দলগুলোকে ২৬ সদস্যের স্কোয়াড গঠনের অনুমতি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
খেলোয়াড় এবং দর্শকদের জন্য স্বচ্ছতা আনতে ম্যাচ চলাকালীন ইউরোতে নেয়া হচ্ছে নতুন উদ্যোগ। এই চ্যাম্পিয়নশিপ থেকে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তের বিস্তারিত কারণ সম্পর্কে স্টেডিয়ামে থাকা দর্শকরা জানতে পারবেন। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠবে সিদ্ধান্ত নেয়ার ব্যাখ্যা।
উয়েফার প্রতিশ্রুতি অনুযায়ী, রেফারিরা ভিএআর নিয়ে আলোচনা করাসহ ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবেন। যাতে ভিএআর সিদ্ধান্তগুলো সম্পর্কে দর্শকরা আরও ভালোভাবে বুঝতে পারেন।
গুরুতর ফাউল থেকে শুরু করে রেফারির নেয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতার ক্ষেত্রে পুরো দলের সবাই আলোচনায় অংশ নিতে পারবেন না। কেবলমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে এমন আলোচনা করার সুযোগ পাবেন। যেকোনো সতীর্থ তার অধিনায়কের ভূমিকা উপেক্ষা করলে এবং রেফারিকে অসম্মান বা ভিন্নমতের অঙ্গভঙ্গি দেখালে একটি হলুদ কার্ড পাবেন।
শুরুর পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুটি দেশ শেষ ষোলোতে যাবে। সঙ্গে ৬টি গ্রুপের তৃতীয় স্থান থাকা দেশগুলোর মধ্যে সেরা ৪টি দল পয়েন্ট ও গোলপার্থক্যের বিচারে নকআউট পর্বে পৌঁছাবে।
খেলছে কোন দেশ ও কে কোন গ্রুপে-
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র









