ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। সেইসঙ্গে ইউরো মঞ্চে শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি পর্তুগালের জার্সিতে শেষবারের মতো খেলে ফেললেন কিনা, তা নিয়ে চলছে তুমুল জল্পনা। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্যও করেছেন দলটির কোচ রবের্তো মার্টিনেজ।
হামবুর্গে গোলশূন্য সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না মেলায় পেনাল্টি শট আউটে যেতে হয় দুদলকে। সেখানে শেষ হাসিটা হাসে ফ্রান্স। ৫-৩ গোলে জিতে সেমি নিশ্চিত করেছে ফরাসিরা।
ম্যাচ শেষে রোনালদোর প্রসঙ্গে পর্তুগালের কোচ বলেন, ‘ম্যাচের পরে এটা নিয়ে কথা বলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যক্তিগত পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
শুক্রবার ফ্রান্সের কাছে হারের দিন সিআর সেভেন ২১২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। পর্তুগিজ মহাতারকা আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৩০ গোলের মালিক। ১০৮ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
রেফারি শেষ বাঁশি বাজানোর পর রোনালদোর বাহু ধরে কান্নায় ভেঙে পড়েন পেপে। পরে এই সেন্টার-ব্যাকের কাছে টিভি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল সিআর সেভেন তাকে কী বলেছিলেন।
পেপের সাফ জবাব, ‘আমি এটা প্রকাশ্যে বলব না। কিন্তু আমরা অনেক কষ্ট অনুভব করছি। অনেকে যা ভাবছেন তার বিপরীত। জিততে না পারার হতাশা অনুভব করি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো একটি বড় প্রতিযোগিতায় বাদ পড়ার যন্ত্রণা ভোগ করছি।
জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে ৪১ বর্ষী পেপের ভাষ্য, ‘আমি ভবিষ্যতে কথা বলার সুযোগ পাব। এ সম্পর্কে এখন কথা বলতে চাই না। কারণ আগামীকাল মানুষ প্রক্রিয়া নিয়ে কথার পরিবর্তে আমার ভবিষ্যতের কথা বলতে পারে।’
৩৯ বর্ষী রোনালদো চলতি ইউরোতে পেনাল্টি শ্যুটআউট ছাড়া গোল না করেই আসর শেষ করেন। ক্যারিয়ারে প্রথমবার তিনি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে লক্ষ্যভেদে ব্যর্থ হলেন। টানা নয় ম্যাচে তিনি গোলশূন্য রয়েছেন। শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি কিকে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন। ক্রসবারের উপর দিয়ে কিক নিয়ে বসেন। ২০২৬ বিশ্বকাপে আদৌ তিনি খেলবেন কিনা, তা নিয়ে জেগেছে সংশয়। ওই সময় তার বয়স হবে ৪১।









