স্পেন ও ইংল্যান্ডের ফাইনাল দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে। শিরোপা নির্ধারণীর আগে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন ৬ জন। আসর শেষে একাধিক খেলোয়াড় সবচেয়ে বেশি গোল পেলে গোল্ডেন বুট কার হাতে উঠবে স্পষ্ট করেছে উয়েফা।
তিনটি করে গোল পাওয়া ছয়জন হলেন- ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, স্পেন ফরোয়ার্ড দানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো , জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রানজ।
ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং স্পেনের ফ্যাবিয়ান রুইজ দুবার জালের দেখা পেয়েছেন। ফাইনালে তারা একটি গোল পেলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে চলে আসবেন।
উয়েফা জানিয়েছে, পরিবর্তিত নিয়মে সবচেয়ে বেশি গোলের তালিকায় একাধিক ফুটবলারের নাম থাকলে সবাইকে গোল্ডেন বুট ভাগ করে দেয়া হবে। স্পেন ও ইংল্যান্ড ফাইনালের টিকিট পাওয়ায় কেন এবং ওলমো বুট জয়ে আপাতত ফেভারিট।
করোনা মহামারির কারণে একবছর পিছিয়ে ২০২১ সালের ইউরোতে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও চেক রিপাবলিকের প্যাট্রিক শিক করেছিলেন সমান ৫ গোল। তবে রোনালদো একটি গোলে অ্যাসিস্ট করায় গোল্ডেন বুট হাতে তোলেন। নামের পাশে অ্যাসিস্ট না থাকায় শিকের কপাল পোড়ে।
২০১২ সালে ফের্নান্দো তরেস (স্পেন), মারিও গোমেজ (জার্মানি) এবং অ্যালান জাগোয়েভ (রাশিয়া) তিনটি করে গোল করে টুর্নামেন্ট শেষ করেছিলেন। গোটা আসরে মাঠে সবচেয়ে কম মিনিট খেলায় তরেসকে গোল্ডেন বুট দেয়া হয়েছিল।









