ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযানে কঠিন পরীক্ষা দিয়ে শুরু করতে হবে ইতালিকে। তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে প্রতিযোগিতাটির ইতিহাসে যৌথভাবে রেকর্ড চ্যাম্পিয়ন স্পেন এবং ফিফা র্যাংঙ্কিয়ে তাদের পরের অবস্থানে থাকা ক্রোয়েশিয়া। এবারের আসরে ‘বি’ গ্রুপটি পরিণত হয়েছে ‘গ্রুপ অব ডেথে’।
শনিবার রাতে ইউরো-২০২৪ আসরের ড্র হয়েছে। নতুন বছরের জুন-জুলাইয়ে জার্মানিতে হবে টুর্নামেন্টের ১৭তম আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২৪ দলের মধ্যে ২১ দল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে, প্লে-অফ থেকে উঠে আসবে বাকি তিন দল।
গ্রুপ বি-এর তুলনায় সহজ গ্রুপ পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং প্লে-অফ থেকে আসা একটি দল। ২০২০ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে। ইতালি-স্পেন-ক্রোয়েশিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপে আরও আছে আলবেনিয়া।
আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে পরের মাসের ১৪ তারিখ।
ইউরো-২০২৪ এর ছয় গ্রুপ
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে-অফ এ
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ বি
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি









