ইউরোর শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও বেলজিয়াম। ডুসেলডর্ফ অ্যারেনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দু’দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ হাসিটা হেসেছে কাইলিয়ান এমবাপের দল।
বেলজিয়ান ডিফেন্ডার জান ভার্টোনহেনের ভুলের খেসারত দিতে হয়েছে কেভিন ডি ব্রুইনদের। রান্ডাল কোলো মুয়ানির নেয়া শট প্রতিরোধ করতে গিয়ে নিজেদের ঝালে পুরিয়ে দেন ভার্টোনহেন।
সেই ভুলের মাশুলই দিতে হয়েছে বেলজিয়ামের। ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইউরো থেকে। কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ফ্রান্স।
ম্যাচে অবশ্য আধিপত্য ছিল ফ্রান্সের। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি বেলজিয়ান রক্ষণের বেশ পরীক্ষা নিয়েছিল তারা। গোলের চেষ্টায় ১৯ বার আক্রমণ করেছিল এমবাপে-গ্রিজম্যানরা। বিপরীতে ফ্রান্স গোলমুখে মাত্র পাঁচবার শট নেয় বেলজিয়াম।









