ইউরোর ২০২০ আসরেও ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ইংল্যান্ড। এবারের আসরে সেই হতাশা কাটিয়ে তোলার সুযোগ এসেছিল ইংলিশদের সামনে। প্রথম শিরোপা স্পর্শ করা হল না ইংলিশদের। টানা দুই ফাইনালে পরাজয় দেখেছে ইংল্যান্ড। এমন পরাজয়কে ভীষণ কষ্টকর বলছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।
বার্লিনে ইংলিশদের ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো শিরোপা জিতেছে স্পেন। ম্যাচ শেষে জানিয়েছেন নিজেদের হতাশার কথা।
‘এটি কঠিন, দ্বিতীয় ফাইনালে হারাটা বেশ বেদনাদায়ক। আমরা সবাই কেমন অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা খেলায় ফিরে আসার জন্য চেষ্টা করেছি এবং লড়াই করেছি। এমন পরাজয় মেনে নেয়া খুবই কঠিন।
‘প্রথমার্ধে আমরা লড়াই করেছি। তবে বল ধরে রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধ ভালো ছিল এবং আমরা গোল পেয়েছিলাম। একটি ক্রসে ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এবং এটাই ফাইনাল।’
‘একটি বড় সুযোগ হাতছাড়া। ফাইনালে যাওয়া সহজ নয়। যখন এটি আপনার কাছে আসে, আপনাকে এটি নিজের করে নিতে হবে। আমরা তাতে ব্যর্থ হয়েছি। যা খুবেই কষ্টকর, দীর্ঘ সময় ভোগাবে।’









