ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড শিরোপা জিতলে দলটির সমর্থকরা অতিরিক্ত একদিন ব্যাংক ছুটির আবেদন জানিয়েছে। ব্রিটিশ রাজা চার্লসের কাছে করা পিটিশনে সমর্থকদের স্বাক্ষরে উত্সাহিত করায় এই কার্যক্রমে গতি পাচ্ছে। যুক্তরাজ্যে ব্যাংকের সকল ছুটি রাজার ক্ষমতাবলে দেয়া হয়ে থাকে।
১৯৬৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় স্যার জিওফ হার্স্ট পিটিশনটি লিখেছেন। পিটিশনে লেখা রয়েছে, ‘মহারাজ, ইংল্যান্ড রোববার মহান অর্জনের অনেক কাছাকাছি। আমি দল নিয়ে গর্বিত হতে পারিনি এবং জানি জাতি একই রকম অনুভব করে। এই গ্রীষ্মে ইংল্যান্ডকে আবার দেশে ট্রফি আনতে অনুপ্রাণিত করার জন্য আমি ১৯৬৬ সালের বিজয়ী মনোভাব নিয়ে বুডওয়েজার বিয়ারকে উৎসর্গ করেছি। ইংল্যান্ড এখন ইতিহাস গড়ার পথে।
‘ ৬৬’র শুরুর একাদশের শেষ জীবিত সদস্য হিসেবে ইংল্যান্ডকে আবার জিততে দেখা কতটা অবিশ্বাস্য হবে, তা আমি বলতে পারব না। কিন্তু এই মুহূর্তটি শুধু দলের জন্য নয়। এটা সারা দেশের ইংল্যান্ডের সমর্থকদের কথা। ইংল্যান্ডের অফিসিয়াল বিয়ার হিসেবে বুডওয়েজার ভক্তদের একসাথে উদযাপন করার অনুমতি দেয়ার জন্য একদিনের ব্যাংক ছুটি প্রত্যাশা করছে।’
‘ইংল্যান্ড জিতলে ১৫ জুলাই সোমবার ব্যাংক ছুটি মঞ্জুরের জন্য মহারাজকে সম্মানের সঙ্গে বলছি। আসুন এই মহান জাতির প্রতিটি ভক্তকে ইউরোপের চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনের সুযোগ দিন।’
নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। হ্যারি কেনদের সমর্থন দিতে শিরোপামঞ্চে গ্যালারিতে থাকবেন ব্রিটেন রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
জার্মানির বার্লিনে রোববার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। শিরোপা মহারণ গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। আসরে এপর্যন্ত সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে স্পেন। চতুর্থ শিরোপার হাতছানি তারুণ্যনির্ভর দলটির। অন্যদিকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন গতবারের রানার্সআপ ইংল্যান্ডের।









