ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরে চমক দেখিয়েছে স্লোভাকিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তিনে থাকা শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিয়েছে র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে অবস্থান করা দলটি। বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।
জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনায় সোমবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়া। ম্যাচের শুরুর দিকেই ইভান শ্রানজের দেয়া একমাত্র গোলে জয় পায় তারা। এরপর রক্ষণ জমাট রেখে হতাশা বাড়ান বেলজিয়ানদের।
পুরো ম্যাচে ৬১ শতাংশ বল ছিল বেলজিয়ামের দখলে। ১৬টি শট নিয়েছে তারা, যেখানে লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি। শুরুতেই গোল করে এগিয়ে যাওয়া স্লোভাকিয়া রক্ষণাত্মক ফুটবল খেলেছে। যদিও গোলের জন্য তারা নিয়েছে ১০টি শট।
এই গ্রুপের প্রথম ম্যাচেও চমক জাগানো ফলের দেখা মিলেছে। গতবারের কোয়ার্টার-ফাইনালিস্ট ইউক্রেইনকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে রোমানিয়া।









