ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে তিনি এসব কথা বলেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আরও বলেন, আগামী মাসে ইইউ এর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে ইইউ’র অগ্রাধিকারে আছে বাংলাদেশ।
তিনি জানান, গণতন্ত্রের সাথে সবসময়ই রয়েছে ইইউ। নির্বাচনে অপতথ্য ও ভুয়া তথ্য মোকাবেলায় ইসি সক্ষম বলে মনে করেন তিনি।









