আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কয়েক দফা বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে অল্প পরিসরে পর্যবেক্ষক পাঠানোর। আনুষ্ঠানিক এক চিঠি দিয়ে ইইউ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইসিতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।
প্রধান নির্বাচন কমিশনারকেও একটি চিঠি পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এরআগে ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন ইসিকে জানিয়েছিল যে তারা আসন্ন জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে না। বিষয়টি নিয়ে দেশের রাজনীতিতে আলোচনা-সমালোচনা তৈরি করেছিল।
অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রায় ৪০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। গত ১৮ এবং ১৪ সালের নির্বাচনে সার্কভুক্ত কয়েকটি দেশের পর্যবেক্ষক আসলেও নির্বাচন পর্যবেক্ষণে আসেনি মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য।







