বাংলাদেশের সাথে আছে ইউরোপ। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশ হলেও পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধান মাইকেল মিলার। আর এ ক্ষেত্রে ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা ‘ইউরোচ্যাম‘ ভালো ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি। চেম্বারটির সভাপতি স্পেনের উদ্যোক্তা নূরিয়া লোপেজ বলেছেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই কারণেই এশিয়ায় শক্তিশালী উপস্থিতি চায় ইউরোপ। ভৌগলিক কারণেই বাংলাদেশ হতে পারে তাদের বিনিয়োগ গন্তব্য।








