ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন কেভিন ডি ব্রুইন। বোর্নমাউথের বিপক্ষে জয়ের পর সিটির পক্ষ থেকে এসেছে একটি বিশেষ ঘোষণা। ৩৩ বর্ষী তারকার সম্মানে ইতিহাদের বাইরে ভাস্কর্য বানানো হবে।
জার্মানির ক্লাব উল্ফসবার্গ থেকে ২০১৫ সালে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান ডি ব্রুইন। এসে ১০ বছরের ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১০৮টি। দশ বছরে ইপিএলে তার অ্যাসিস্টের সংখ্যা ১৭৯টি। ক্লাবকে মোট ১৯টি শিরোপা জিততে সাহায্য করেছেন।
নিজের ভাস্কর্য বানানোর ঘোষণা নিয়ে ডি ব্রুইন বলেছেন, ‘তার মানে আমি সবসময় এ ক্লাবের অংশ হয়ে থাকব। যখন আমি পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে এখানে ফিরে আসব, তখন আবার নিজেকে দেখার সুযোগ পাবো। তার মানে আমি সবসময় এখানে থাকছি।’
ম্যানসিটিকালে ডি ব্রুইন ৬ বার লিগ শিরোপা, একবার ক্লাব ওয়ার্ল্ড কাপ, একবার চ্যাম্পিয়ন্স লিগ, দুবার ইপিএলের সেরা খেলোয়াড় এবং দুবার ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এর আগে ভিনসেন্ট কোম্পানি ও ডেভিড সিলভার ভাস্কর্য উদ্বোধন করা হয়েছিল ২০২১ সালে। ২০২২ সালে এসে সার্জিও আগুয়েরোর উদযাপনের ভাস্কর্যও বানানো হয়, যিনি সিটির সর্বকালের সেরা গোলদাতা।









