ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে মার্কাস র্যাশফোর্ড বার্সেলোনায় এসেছেন জুলাইয়ে। এরপর ইংল্যান্ডে ফিরে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে করলেন জোড়া গোল। বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। আরেক ম্যাচে নাপোলির বিপক্ষে ম্যানচেস্টার সিটি জয় পেয়েছে ২-০ ব্যবধানে। সিটির জয়ে আর্লিং হালান্ড করেছেন ইউরোপসেরার মঞ্চে দ্রুততম পঞ্চাশ গোলের রেকর্ড।
সেন্ট জেমস পার্কে ক্যাসলের বিপক্ষে ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন র্যাশফোর্ড। কাতালুনিয়ান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক গোল সেটি। ৬৬ মিনিটে আবারও নিউক্যাসলের জালে বল জড়ান তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বার্সা একমাত্র গোলটি হজম করে যোগ করা সময়ের সপ্তম মিনিটে। নিউক্যাসলের গোলটি করেন অ্যান্থনি গর্ডন।
চ্যাম্পিয়ন্স লিগে চার বছর পর গোল পেয়েছেন মার্কাস। স্বদেশী হ্যারি কেনের পর চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব ব্যাতীত অন্য ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ ক্লাবের জালে জোড়া গোল করেছেন তিনি।
ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে নাপোলির জালে ৫৬ মিনিটে বল জড়ান ফিল ফোডেন। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটির ব্যধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। ৬৫ মিনিটে গতমৌসুমের সিরি আ চ্যাম্পিয়নদের জালে বল জড়ান তিনি।
পূর্ণ করেন চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম পঞ্চাশ গোল। নিজের ৪৯তম ম্যাচে রেকর্ডটি গড়েন তিনি। ৬২ ম্যাচে ৫০ গোল গোল করেছিলেন ডাচ সাবেক রুদ ফন নিস্টলরয়। তাকে পেছনে ফেললেন নরওয়েজিয়ান হালান্ড।









