ফিলিস্তিনিদের সাহায্য করতে নাগর্নো-কারাবাখের মত ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে এরদোয়ান বলেন, তুরস্ক অতীতে যেভাবে লিবিয়া এবং নাগর্নো-কারাবাখে প্রবেশ করেছে সেভাবে ইসরায়েলেও প্রবেশ করতে পারে। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।
তিনি বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সাথে এই হাস্যকর কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা সেভাবে ইসরায়েলেও প্রবেশ করতে পারি।
তবে এই বিষয়ে ক্ষমতাসীন একে পার্টির প্রতিনিধিদের মন্তব্য জানতে চাওয়া হলে কেউ সাড়া দেননি। ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যদিও ভাষণে ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি এই প্রেসিডেন্ট। তবে ধারণা করা হচ্ছে, তিনি তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক।









