ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ ব্যক্তিগত গ্রাঁ প্রি ফ্রিস্টাইলে স্বর্ণ জিতে মুকুট ধরে রাখলেন জার্মানির জেসিকা ভন ব্রেডো-ওয়ার্ন্ডল। এ ইভেন্টে সবমিলিয়ে এটি তার ব্যক্তিগত চতুর্থ স্বর্ণপদক। সবমিলিয়ে প্যারিস অলিম্পিকে নবম দিনে এসে এটি জার্মানির পঞ্চম পদক।
স্বর্ণ জয়ের পথে জেসিকা ঘোড়া টিএসএফ ডেলেরা বিবিকে নিয়ে সর্বোচ্চ ৯০.০৯৩ স্কোর করেন। ইভেন্টে রৌপ্য পদকও উঠেছে জার্মানির ঝুলিতে। ইসাবেল ওয়ার্থ ৮৯.৬১৪ স্কোর করে রৌপ্য জিতে নেন। তার ক্যারিয়ারের ১৪তম অলিম্পিক পদক।
ব্রোঞ্জ পদক উঠেছে গ্রেট ব্রিটেনের ঝুলিতে। ব্রিটেনের তারকা শার্লোট ফ্রাই স্কোর করেছেন ৮৮.৯৭১।









