ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে দারুণ জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে শেষদিকে তিন মিনিটে দুদলের জালে দুই গোলে রোমাঞ্চ ছড়ায়। শেষে জয়ে শিরোপার আরও কাছাকাছি গেছে আর্নে স্লটের শিষ্যরা। শেষদিকে ৮৬ মিনিটে অলরেডরা নিজেদের জালে বল জড়ায়। আর ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করে লিভারপুল। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। দুইয়ে আর্সেনালের পয়েন্ট ৬৩, লিভারপুল থেকে তাদের দূরত্ব ১৩ পয়েন্টের। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট এবং চারে ম্যানচেস্টার সিটি।
অ্যানফিল্ডে ২-১ গোলের জয়ে, দুদলের সমান লড়াইয়ে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। ১৮ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লুইস দিয়াজ। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টেবিল টপাররা।
বিরতি থেকে ফিরে কোনো গোল হচ্ছিল না। শেষের দিকে রোমাঞ্চকর কিছুর শুরু ওয়েস্ট হ্যামের আক্রমণ থেকে। ৮৬ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন।
তিন মিনিট পর লিভারপুলকে আবারও এগিয়ে দেন ভার্জিল ফন ডাইক। রাইট কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করেন ফন ডাইক। ২-১ গোলের জয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে যায় অররেডরা।








