গত পাঁচ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই বেশ জমে উঠছে। ম্যানচেস্টার সিটির সাথে লিভারপুল অথবা আর্সেনালের জমজমাট লড়াই দেখা গেছে। মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন অলরেড কোচ ইয়ূর্গেন ক্লপ, তার আগে সিটির আর্থিক অনিয়মের বিষয়টি নিয়ে কথা বলেছেন। একই সাথে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলাকে নিয়েও মত তুলে ধরেছেন।
৫৬ বর্ষী জার্মান কোচ ক্লপ বলেছেন, ‘সবাই ১১৫টি অভিযোগের কথা জানেন, কিন্তু সেটা কী নিয়ে আমার কোনো ধারণা নেই। শুধু নাম্বারটাই জানি। ম্যানচেস্টার সিটিতে কী হয়েছে জানি না, তবে পেপ গার্দিওলা বিশ্বসেরা ম্যানেজার এবং সেটা সত্যিই গুরুত্বপূর্ণ। যদি ওই ক্লাবে অন্যকোনো ম্যানেজার আনেন, তারা টানা চারবার শিরোপা জিততে পারবে না। সেটা তার এবং দলের জন্য খারাপ।’
‘তার মানে তারা যা চায়, সেটা করা সম্ভব? না। জানি না তারা কী করে, যদি তারা কিছু করে থাকে বলার জন্য আমি থাকবো না। আমরা শুধু দেখব। অবশ্যই একদিন জানতে পারব। তখন অন্যদিকে থাকব।’
‘গার্দিওলার গুণাবলীই পার্থক্য গড়ে দিয়েছে, সুতরাং এগুলো নিয়ে চিন্তা করি না। সেটা আমার সমস্যা না, বরং আমরা যা করেছি এবং যা অর্জন করেছি, সেগুলো নিয়ে থাকতে চাই।’ বলেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জার্মান কোচ।
রোববার রাতে শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নামবে ইপিএলের সব দল। সবগুলো ম্যাচ হবে রাত ৯টায়। আজই ফয়সালা হয়ে যাবে ম্যানসিটির টানা চার লিগ শিরোপা নাকি আর্সেনালের উদযাপন।








