টার্ফ মুরে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েছিল লিভারপুল। মুহুর্মুহু আক্রমণের শিকার হয়ে প্রতিপক্ষ বার্নলিকে কোণঠাঁসা হয়ে পড়েছিল। শেষপর্যন্ত ২-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আবারো শীর্ষস্থানটি ফিরে পেয়েছে ইয়ূর্গেন ক্লপের দল।
টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পাওয়া অলরেডরা ১৯ খেলায় ১২ জয় ও ৬ ড্রয়ে পেয়েছে ৪২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে।
মঙ্গলবার রাতে ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখানো লিভারপুল ৬৮.৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে। গোটা ম্যাচে অতিথি দল নেয় ১৯টি শট, যার মধ্যে ১০টি লক্ষ্য বরাবর ছিল। ঘরের মাঠে বার্নলি ৯টি শট নিতে পারলেও পোস্ট লক্ষ্য করে একটিও নিতে পারেনি।
খেলার ছয় মিনিটের মাথায় কোডি গ্যাকপোর অ্যাসিস্টে ডানপায়ের দূরপাল্লার শটে লিভারপুলকে লিড এনে দেন ডারউইন নুনেজ।
সালাহ গোল না পাওয়ায় নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। তার বেশ কয়েকটি শট বার্নলির গোলরক্ষক রুখে দেন। গ্যাকপোর পাসে বল নিয়ে ৩৪ মিনিটে বাঁ-পায়ের শটটি ক্রসবারে লেগে ফেরে।
বিরতির পর ৫৫ মিনিটে হার্ভে এলিয়ট বল জালে জড়ালেও এ সময় অফসাইড পজিশনে ছিলেন সালাহ। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন।
ম্যাচের অন্তিম মুহূর্তে ৯০ মিনিটের সময় লুইস দিয়াজের কাছ থেকে বল পাওয়া বাঁ-পায়ে লক্ষ্যভেদ করেন ডিয়েগো জোতা।
স্বাগতিক গোলরক্ষক সবমিলিয়ে আটবার প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করেন। এমনটি না হলে ম্যাচের স্কোরলাইন আরও বড় হতে পারতো।







