রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়ছে। প্রতিষ্ঠানটির মূল গেট এখন তালাবদ্ধ। কিন্তু গেটের বাইরে রয়েছে জনতার ভীড়।
মঙ্গলবার ২২ জুলাই সকাল থেকে কলেজটিতে প্রবেশে এত কড়াকড়ি ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ভিড় জমতে থাকলে কড়াকড়ি আরোপ করা হয়।
সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলছেন, তারাও কলেজের সীমানায় প্রবেশ করতে পাছে না এবং কলেজ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও আগের চেয়ে বাড়ানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকরা গেটের বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছেন।
আজ বুধবার ২৩ জুলাই সকালে জানা যায়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।









