চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন কাইলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার খবর গণমাধ্যমে আসলেও পরবর্তী গন্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ফরাসি তারকা। এমবাপেকে নিয়ে অবশ্য এখনও আশাবাদী লুইস এনরিকে। পিএসজি কোচের মতে, এ মৌসুমে পিএসজি যদি দারুণ কিছু করতে পারে, তাতে বদলাতে পারে এমবাপের সিদ্ধান্ত।
আসছে জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হচ্ছে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা শৈশবের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন বলেই আভাস।
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘সবসময় আশাবাদী যে, কাইলিয়ান মন পরিবর্তন করতে পারেন। এপর্যন্ত যদিও কিছু বলেননি। তবে ভাবনা বদলাতেও পারেন। একবার ভাবুন, আমরা যদি এই মৌসুমে চারটি ট্রফি জিততে পারি, শেষ মুহূর্তে এমবাপে প্যারিসে থেকে যেতে পারেন। কেন নয়, দেখা যাক কী হয়।’
১১ মৌসুমের ৯টিতে শিরোপাজয়ী পিএসজি আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে। ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ বেশি খেলে দুইয়ের মোনাকোর পয়েন্ট ৪৯। ২৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সাতে আছে মার্শেই।







