গ্রেপ্তার করা হয়েছে সৌদির ক্লাব আল-আহলির ইংলিশ সেন্টার ফরোয়ার্ড ইভান টনিকে। স্বদেশে ছুটি কাটাতে গিয়ে বন্ধুদের সাথে নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানে এক সমর্থকের সেলফি তোলাকে কেন্দ্র করে মারামারিতে জড়ান। পরে লন্ডন পুলিশ আটক করে তাকে।
লন্ডনের একটি নাইটক্লাবে সোমবার রাতে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ২৯ বর্ষী টনি। প্রত্যক্ষদর্শীর বয়ানে খবর, নাইটক্লাবের একটি টেবিলে বন্ধুদের সঙ্গে ছিলেন তিনি। এসময় তার অনিচ্ছার পরও সেলফি তুলতে চান এক ভক্ত। যে অবস্থা থেকে পরিত্রাণ পেতে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন টনি।
পুলিশ জানিয়েছে, ‘ঘটনায় দুজন আহত হয়েছেন। মুখে আঘাত পেয়েছেন ও নাক-হাত ফেটে রক্ত বের হয়েছে তাদের। একজনকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেয়া হলেও আরেকজনকে স্থানীয় হাসপাতালে নিতে হয়েছে।’
২০২৪ গ্রীষ্ম দলবদলে ইংল্যান্ড থেকে টনি সৌদিতে পাড়ি জমান। আল-আহলির হয়ে গত মৌসুমে ৩০ গোল করেছেন। চলতি মৌসুমে ১৮ ম্যাচে করেছেন ১২ গোল। গত ইউরোতে ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি। জাতীয় দল জার্সিতে খেলেছেন ৭ ম্যাচ।









