সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয়টিতে ধারা বজায় রেখেছে এইডেন মার্করামের দল। সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেমির পথে এক পা বাড়িয়ে রাখল প্রোটিয়াবাহিনী।
গ্রস আইলেটে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়ে প্রোটিয়া দল। জবাবে ৬ উইকেটে ১৫৬ রানে থামে ইংল্যান্ড।
রানতাড়ায় নেমে ইংলিশ টপঅর্ডারে আলো ছড়াতে পারেননি কেউ। ৬১ রানে ৪ ব্যাটার হারায় দলটি। পঞ্চম উইকেটে হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন হাল ধরেন। তবে জেতাতে ব্যর্থ হন। সাত চারে ৩৭ বলে ৫৩ রান করেন ব্রুক। তিন চার ও দুই ছক্কায় ১৭ বলে ৩৩ রান করেন লিভিংস্টোন। বাকিদের মধ্যে জশ বাটলার ২০ বলে ১৭ রান এবং জনি বেয়ারস্টো ২০ বলে ১৬ রান করেন।
প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।
আগে ব্যাটে নেমে উদ্বোধনীতে উড়ন্ত শুরু পায় সাউথ আফ্রিকা। ডি কক ও রেজা হেনড্রিক্স মিলে তোলেন ৮৬ রান। ৯.৫ ওভারে হেনড্রিক্স ফিরে গেলে জুটি ভাঙে। প্রোটিয়া ওপেনার ২৫ বলে ১৯ রান করেন। অন্যপ্রান্তে ডি কক ২২ বলে ফিফটি পূর্ণ করে চলতি বিশ্বকাপে দ্রুত ফিফটির রেকর্ড ছুঁয়ে ফেলেন। গ্রুপপর্বে কানাডার বিপক্ষে ২২ বলে ফিফটি করেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।
চারটি করে চার ও ছক্কায় ৩৮ বলে ৬৫ রান করে আউট হন ডি কক। তিনি ফেরার পর হাল ধরেন ডেভিড মিলার। চারটি চার ও দুই ছক্কায় ২৮ বলে ৪৩ রান করেন। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
ইংলিশদের হয়ে জফরা আর্চার ৩টি উইকেট নেন।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/06/nadia-salman-75x75.jpg)







