শেষ ওভারে ইংল্যান্ডের হয়ের জন্য দরকার ছিল ২১ রান। এ সময় বল হাতে তুলে নেন আন্দ্রে রাসেল। প্রথম বলে ফ্লিক শটে ফাইন লেগ দিয়ে চার মারেন হ্যারি ব্রুক। দ্বিতীয় ও তৃতীয় বলে এক্সট্রা কভার এবং ফাইন লেগের উপর দিয়ে ছক্কা। এরপর চতুর্থ বলে দৌড়ে নেন দুই রান। ইংল্যান্ডের শেষ দুই বলে জয়ের জন্য তখন প্রয়োজন ৩ রান। রাসেলের অফ স্টাম্পের বাইরে করা পঞ্চম বলটি থার্ড ম্যানের উপর দিয়ে বল সীমানা ছাড়া করে ইংলিশদের ৭ উইকেটের নাটকীয় জয় পাইয়ে দেন ব্রুক। আগ্রাসী ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরিতে ওপেনার ফিল সল্ট হন ম্যাচ সেরা।
গ্রেনাডায় শুক্রবার হওয়া হাই স্কোরিং ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২২২ রান করে। জবাবে সফরকারীরা এক বল হাতে রেখে ৩ উইকেট খুইয়ে জয় তুলে নেয়।
পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয়টি জিতে সিরিজে টিকে রইল ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রান তাড়ায় শেষ ওভারে সর্বাধিক রান তোলার রেকর্ডে ভাগ বসিয়েছে ইংল্যান্ড। গত নভেম্বরে গৌহাটিতে ভারতের দেয়া ২২৩ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া শেষ ওভারে ২১ রান তুলে রেকর্ডটি গড়েছিল। এবার তাদের পাশে থ্রি লায়নদের নামটিও থাকবে।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের এই ম্যাচটি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে গড়েছে দ্বিতীয় সর্বাধিক ৩৪ ছক্কার রেকর্ড। চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সর্বাধিক ৩৫ ছক্কার রেকর্ড গড়ে।
ম্যাচটিতে দল হিসেবে এক ম্যাচে ১৮টি ছক্কা হাঁকিয়েছে ইংল্যান্ড। ২০২২ সালের জুলাইয়ে ব্রিস্টলে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ২০টি ছক্কা মেরেছিল।
আগে ব্যাট করা স্বাগতিকরা ৮ রানেই ২ উইকেট হারিয়ে বসে। পরের ব্যাটারদের কল্যাণে স্কোরবোর্ডে বড় পুঁজি পায়। তিনে নামা নিকোলাস পুরান খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৪৫ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৮২ রান।
অধিনায়ক রোভম্যান পাওয়েল ২১ বলে ৩৯, শেরফেন রাদারফোর্ডের ১৭ বলে ২৯ ও শাই হোপ ১৯ বলে ২৬ রানের ইনিংস খেলেন। শেষদিকে ৫ বলে ১৮ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন জেসন হোল্ডার।
আদিল রশিদ ও স্যাম কারেন ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট পান।
বড় লক্ষ্য তাড়ায় বাইশ গজে আক্রমণাত্মক হয়ে ওঠেন সল্ট ও জস বাটলার। উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১৫ রান। বাটলার ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রান করে রাসেলের বলে ক্যাচ দিলে জুটি ভাঙে। খানিক পরই আউট হন উইল জ্যাকস। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন সল্ট।
পঞ্চম ইংলিশ ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরির দেখা পান সল্ট। এরপরই হোল্ডারের বলে পাওয়েলের হাতে ধরা পড়ায় থামেন লিভিংস্টোন। ড্রেসিং রুমে ফেরার আগে ১৮ বলে ৩ ছক্কায় করেন ৩০ রান।হ্যারি ব্রুল শেষ ওভারে মারকাটারি ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করে ইংল্যান্ডকে সিরিজে টিকিয়ে রাখতে সক্ষম হন।
ক্যারিবীয়দের পক্ষে একটি করে উইকেট নেন হোল্ডার, রাসেল ও মতি।







