ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি দিয়ে অবসরে যাবেন। সেই সিরিজ নিজেদের করে নিতে চায় উইন্ডিজ, সাথে লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ক্ষণকে নষ্ট করতে চায় তারা।
৪১ বর্ষী অ্যান্ডারসন লর্ডসে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন, যা তার ১৮৮তম টেস্ট। ম্যাচ ঘিরে উইন্ডিজের পরিকল্পনা অন্যরকম। দলটির পেস আক্রমণের ভরসা কেমার রোচের মতে, ১৯৮৮ সালের পর ইংল্যান্ডে প্রথম জয়ের খোঁজ করবেন ওই ম্যাচ দিয়ে।
অভিজ্ঞ অ্যাডারসনকে নিয়ে রোচ বলেছেন, ‘সে অসাধারণ একজন পেসার, সম্ভবত সর্বকালের অন্যতম একজন। তার বিদায় দুঃখের, কিন্তু আমরা জানি চিরকাল খেলতে পারবেন না। আমাদের বিপক্ষে ওই প্রথম ম্যাচ- আশা করছি সেটা নষ্ট করতে পারব। তার ওই ম্যাচের জন্য শুভ কামনা এবং আশা করছি ফলাফল যা আসুক তিনি উপভোগ করবেন।’
‘এখন দলে শামার জোসেফের সাথে জেইডেন সিলেস এবং আলঝারি জোসেফও যুক্ত হয়েছে। আমরা বোলিংয়ে একটি এক্স-ফ্যাক্টর যোগ করেছি।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি লর্ডসে শুরু হবে আগামী ১০ জুলাই। এরপর নটিংহ্যাম ও শেষটি বার্মিংহ্যামে হবে।









