ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ করছে ম্যানচেস্টার সিটি। টানা চার মৌসুমে লিগ শিরোপা জেতার পাশাপাশি গত মৌসুমে ট্রেবল জিতেছিল পেপ গার্দিওলার দল। গত কয়েক মৌসুম ধরে ইংলিশ জায়ান্ট ক্লাবটিতে ‘মনোবিদ’ হিসেবে কাজ করছেন ডেভিড ইয়ং। সিটি ফুটবলারদের মনোবিদকে পরামর্শক হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার আগে ইয়ং ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন চারবছর। ২০১৬-২০২০ সালের মধ্যে দারুণ সাফল্যও পেয়েছিল জশ বাটলার-বেন স্টোকসদের দল। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
ইংলিশ অধিনায়ক বাটলার বিশ্বকাপ জয়ের পেছনে ইয়ংকে কৃতিত্ব দিয়েছেন। পরে ম্যানসিটির অনুমতিক্রমে বিশ্বকাপে স্বল্পমেয়াদে ইংল্যান্ডের পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বুধবার ইংল্যান্ড স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন ইয়ং। এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সিটিজেনদের প্রস্তুত করার জন্য আবার ফিরে গেছেনও। শনিবার কার্ডিফে গড়াবে শিরোপার মহারণ। সিটির দায়িত্ব শেষে সোমবার আবারও ফিরবেন ইংলিশদের ক্রিকেট ক্যাম্পে।
কোচ ম্যাথু মট মনে করছেন, ক্যারিবিয়ান অঞ্চলে ক্রিকেটাররা চাপে পড়লে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। সেই দুর্বলতা কাটাতে সহযোগিতা করতে ইয়ংকে নিয়োগ দেয়া হয়েছে।









