ম্যানচেস্টার টেস্টে ব্যাটে-বলে দারুণ করেছেন বেন স্টোকস। একই ম্যাচে ৫ উইকেট ও সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। তবে ওভালে পঞ্চম ও শেষ টেস্টে তাকে পাচ্ছে না ইংল্যান্ড। বাহুর পেশির চোটে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক।
বৃহস্পতিবার ওভালে শেষ টেস্টে নামবে ভারত ও ইংল্যান্ড। একদিন আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিক দলটি। ৪ পরিবর্তন এনে ওলি পোপের নেতৃত্বে নামছে দলটি।
স্টোকসের ছিটকে যাওয়ার টেস্টে আরো তিন পরিবর্তন এনেছে ইংল্যান্ড। বাদ পড়েছেন জফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডাউসন। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জেমি ওয়েভারটন ও জশ টাং।
ওল্ড ট্রাফোর্ড টেস্টে চোট পান স্টোকস। ফিল্ডিংয়ের সময় একাধিকবার তাকে অস্বস্তিতে দেখা গেছে। তাছাড়া দ্বিতীয় ইনিংসে কেবল ১১ ওভার বল করেছেন।
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে ২-১ ব্যবধানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও স্টোকসের না খেলাটা তাদের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম চার টেস্টে ১৭ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। ব্যাট হাতে করেছেন ৩০৪ রান, সেঞ্চুরি একটি।
শেষ টেস্টে ইংল্যান্ডে একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওয়েভারটন ও জশ টাং।









