ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসে প্রথমটি জিতে দারুণভাবে শুরু করেছিল ইংল্যান্ড। পরে সিরিজে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ভারত, টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে দলটি। শেষ ম্যাচ ধর্মশালায় শুরু হচ্ছে। সেটি জিতে সম্মানজনকভাবে সফর শেষ করার কথা বলছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
সিরিজ জেতার সম্ভাবনা না থাকলেও খেলোয়াড়দের স্টোকস বলেছেন, ‘আমরা ভারতে অনেকগুলো সফর করেছি, আমরা জানি যখন একটি দীর্ঘ সফর শেষ করি, তখন এটি কেমন হয়। ঠিক আছে, আমরা যেমনই খেলি। আমরা এ সপ্তাহে জিততে চাই।’
‘আমার মনে হয় না এভাবে কেউ হয়তো চিন্তা করছে। কারণ এই মুহূর্তে আমরা মনে করি প্রতিটি সুযোগই ইংল্যান্ডের হয়ে খেলার জন্য বিশেষ।’
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা রোহিত শর্মারা আরেকবার পরীক্ষা নেবে ইংল্যান্ডের। রাঁচিতে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বসে আছে ভারত।
ইংল্যান্ডের হয়ে একটি মাইলফলকের সামনে থ্রি লায়ন্সদের ব্যাটার জনি বেয়ারস্টো। ধর্মশালায় ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নামবেন ডানহাতি ব্যাটার। দীর্ঘদিনের বন্ধুর মাইলফলকের গুরুত্ব স্বীকার করছেন স্টোকসও।







