বিশ্বকাপের শিরোপা ঘরে আসলেও স্পেনের নেই ইউরোর শিরোপা। জার্মানিকে হারিয়ে প্রথমবার ইউরোর ফাইনালে উঠা স্পেনের এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনালে আসা থ্রি লায়ন্সদের হারাতে চায় স্পেন। রোববার ফাইনালে দলটিকে হারাতে পারলে স্পেনের সোনালী যুগে শিরোপার ষোলোকলা পূর্ণ হবে বলে মনে করেন মিডফিল্ডার আইতানা বনমাতি।
বার্সেলোনার হয়ে টানা দুইবার ব্যালন ডি’অর জিতেছেন বনমাতি। বিশ্বকাপ এবং ইউরো নেশনস লিগের শিরোপা ঘরে উঠলেও এখনও ইউরোর শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি স্পেন। ইতিমধ্যে ইতিহাস লেখা বনমাতির চোখ এবার ইংল্যান্ডের দিকে।
সুইজারল্যান্ডে সংবাদমাধ্যমে বনমাতি বলেছেন, ‘ইউরোর শিরোপা জিতলে ষোলোকলা পূর্ণ হবে। অলিম্পিকের সাথে এটি একমাত্র শিরোপা যা আমাদের মধ্যে কয়েকজন ছুঁয়ে দেখেনি। এটি হবে চূড়ান্ত সাফল্যের…। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে বলতে চাই না, কিন্তু সবগুলো মেজর শিরোপা জেতা হবে ভবিষ্যতের জন্য দারুণ কিছু।’
‘আমরা প্রস্তুত। এটি আমাদের জন্য আরেকটি স্বপ্নের মত। এ শিরোপা আমাদের অনেকে ধরে দেখেনি এবং আমরা সেটা পরিবর্তন করতে যাচ্ছি। ফাইনালে পৌঁছানো এটাই সাক্ষ্য দেয় যে, আমরা সোনালী যুগ পার করছি। আমরা অনন্য কিছু মুহুর্ত পার করছি এবং এমন প্রজন্ম প্রতি বছর আসে না। আমি সবসময় বলি এমন কিছুর অংশীদার হতে পেরে গর্বিত।’
ইংল্যান্ডের চাপ নিয়ে বনমাতি আরও বলেন, ‘ইংল্যান্ড বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে হবে বলে সকল চাপ তাদের উপর। আমরা তাদের থামাতে যাব। আমরা ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি তবে তারা এগিয়ে আছে।’









