রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী টেস্টেও বল হাতে দাপট দেখাচ্ছেন সাজিদ খান। মুলতানে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয়ের নায়ক তৃতীয় টেস্টেও উজ্জ্বল। নোমান আলীকে সঙ্গী করে ধসিয়ে দিয়েছেন ইংলিশদের ইনিংস। ব্যাট হাতে নেমে শুরুটা শোভনীয় হয়নি পাকিস্তানের। দিনের শেষ বেলায় হারিয়েছে তিন ব্যাটারকে।
পাকিস্তানের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৬৮.২ ওভার ব্যাট করে ২৬৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে নেমে ২৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৭৩ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান। শান মাসুদ ১৬ রান এবং সৌদ শাকিল ১৬ রানে দিন শুরু করবেন।
মুলতানে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া সাজিদ রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। ২৯.২ ওভার বল করে খরচ করেছেন ১২৮ রান। পাকিস্তানের সিরিজে ফেরার আরেক নায়ক নোমান আলী মুলতানে দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নেন। রাওয়ালপিন্ডিতেও ২৮ ওভার বল করে ৮৮ রান খরচায় তিন উইকেট নেন।
ইংলিশ ব্যাটারদের মধ্যে জেমি স্মিথ ৮৯ রান করেন। বেন ডাকেট করেন ৫২ রান। এছাড়া গাস অ্যাটকিনসন ৩৯ রান এবং জ্যাক ক্রলি ২৯ রান করেন।
জবাবে নেমে ৪৬ রানেই তিন ব্যাটারকে হারায় পাকিস্তান। ইনিংস লম্বা করার আগেই ফিরে যান আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব ও কামরান গুলাম। পরে শান ও শাকিল দিন শেষ করেন।









