মাঠের বাইরে ইংলিশ সমর্থকদের মারপিট যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কদিন আগে উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে ‘নাজি স্যালুট’ ঠুকে ও হাতাহাতিতে জড়িয়ে গ্রেপ্তার হয়েছিলেন ৮ সমর্থক। এবার ঘরের মাঠে হাঙ্গেরির বিপক্ষে ৪-০তে বিধ্বস্ত হওয়ার রাতে পুলিশ পিটিয়ে গ্রেপ্তার হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার ৯৪ বছর পর ঘরের মাঠে হাঙ্গেরির বিপক্ষে সবচেয়ে বাজে হার দেখেছে ইংল্যান্ড। ১৯৫৩ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই হাঙ্গেরির প্রথম জয়। শেষবার ওয়েম্বলিতে ইংলিশদের ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছিল ফেরেঙ্ক পুসকাসের বিখ্যাত দল।
মাঠে নামার আগে এদিন স্টেডিয়ামের বাইরে উত্তেজক পরিস্থিতির জন্ম দেয় ইংলিশ সমর্থক গোষ্ঠী। ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার আগে মোলিনাক্স স্টেডিয়ামের বাইরে এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে চারজন। ঠিক কি কারণে এই আক্রমণ তা অবশ্য জানা যায়নি। পরে তাদের গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, সেই পুলিশ অফিসার মাথা ও শরীরের বেশকিছু স্থানে আঘাত পেয়েছেন। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির উন্নতি হলে বাড়িতে স্থানান্তর করা হয়।
‘আমাদের একজন অফিসারের উপর অচমকা আক্রমণ চালিয়েছে তারা। কর্তব্যরত ওই অফিসার খেলাটিতে আসা দর্শকদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে ছিলেন। চার ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। অপরাধীকে শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।’








