পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়েছেন জো রুট ও হ্যারি ব্রুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তারা। রুট ২৬২ রানে সাজঘরে ফিরে গেলেও ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক।
ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৪১১ রানের। ওই রেকর্ডটিও হয়েছিল চতুর্থ উইকেট জুটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৫৭ সালে পিটার মে এবং কলিন কাউড্রে এজবাস্টনে এ রেকর্ড গড়েছিলেন। রুট সালমান আলী আঘার বলে ২৬২ রানে আউট হলে এ জুটি থামে ৪৫৪ রানে।
টেস্টে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৪৯। এ জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান দুই ব্যাটার অ্যাডাম ভোজেস এবং শন মার্শ, ২০১৫ সালে হোবার্টে করেছিলেন এ কীর্তি। তাদেরও ছাড়িয়ে যান রুট-ব্রুক জুটি। চতুর্থ উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ ৪৩৭ রানের জুটি শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিক্রমার।
টেস্টে জো রুটের ডাবল সেঞ্চুরির সংখ্যা ছিল ৫টি। পাকিস্তানের মাটিতে আরেকটি ডাবলের মাধ্যমে সেটিকে নিয়ে গেছেন ৬টিতে। তার আগে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭টি ডাবল সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন ওয়ালি হ্যামন্ড। আর একটি ডাবল পেলেই ওয়ালির সমান ডাবল সেঞ্চুরি হবে রুটের।
পাকিস্তানের বিপক্ষে আরও রেকর্ড করেছে ইংল্যান্ড। আগে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল জস বাটলার ও জ্যাক ক্রোলির। ২০২০ সালে এ দুজন ৩৫৯ রানের জুটি গড়েছিলেন। রুট ও ব্রুক সে জুটিকেও টপকে গেছেন মুলতান টেস্টে।
ব্রুকের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড হয়েছে। ৩৪ বছর পর প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ট্রিপল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ইংল্যান্ড ব্যাটার ব্রুক। টেস্টের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি।









