২১ রানেই টপঅর্ডারের ৩ জনের বিদায়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের শুরুতেই বিপদে পড়েছিল ইংল্যান্ড। বিপর্যয়ের মুখে চতুর্থ উইকেট জুটিতে টেনে তুলেছেন জো রুট ও হ্যারি ব্রুক। সফরকারী দু-ব্যাটারের অবিচ্ছিন্ন ২৯৪ রানের জুটিতে প্রথমদিনে ভালো অবস্থানে আছে বেন স্টোকসের দল।
শুক্রবার ওয়েলিংটনে টসে হেরে ব্যাটে নেমে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৫ রানেই ম্যাট হেনরির শিকার হন ওপেনার জ্যাক ক্রাউলি। ২১ রানে আবারও আঘাত হানেন হেনরি। ফেরান তিনে নামা অলি পোপকে। ১০ রান করে ব্রেসওয়েলকে ক্যাচ দেন তিনি।
পরের ওভারে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। ব্রেসওয়েলের তালুবন্দি হয়ে টিম সাউদির শিকার হন ইংলিশ ওপেনার বেন ডাকেট। ২১ বলে ৯ রান করে যান।
চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন জো রুট ও হ্যারি ব্রুক। দুজনের অনবদ্য জুটিতে আসে ২৯৪ রান। ব্যাটিংয়ে রুট কিছুটা ধীর থাকলেও রান তুলেছেন হ্যারি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড জার্সিতে অভিষেক হওয়া হ্যারি ১২তম টেস্টে তুলে নিয়েছেন চতুর্থ শতক। ২৪ চার ও ৫ জয়ে ১৬৯ বলে অপরাজিত আছেন ১৮৪ রানে।
ক্যারিয়ারের ৩০তম শতক তুলে নিয়েছেন জো রুট। ১৮২ বলে ১০১ রানের ইনিংস খেলে আছেন অপরাজিত। প্রথমদিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩১৫ রান। বৃষ্টির কারণে আগেভাগে খেলা শেষ হয়, দিনের খেলা হয়েছে কেবল ৬৫ ওভার।
স্বাগতিকদের হয়ে ২ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, টিম সাউদি নিয়েছেন একটি উইকেট।








