ইউরোতে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। ম্যাচের আগে সংবাদমাধ্যমে পেনাল্টি বা ম্যাচ নিয়ে কোনো ধরনের তথ্য প্রকাশ না করতে খেলোয়াড়দের নির্দেশ দিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জিতে সেমিতে উঠেছে দলটি।
শেষ ষোলোয় স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের পর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েও পেনাল্টি শট নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাননি সাউথগেট। বলেছেন, ‘ফুটবল অ্যাসোসিয়েশনে যারা কাজ করে, তারা গত একবছর ধরে এমন কাজ করে আসছে। আমাদের পরামর্শ নিজেদের কাছে রাখব এবং পরবর্তীর জন্য প্রস্তুত থাকব।’
সুইজারল্যান্ডের বিপক্ষে নামার আগে ইংল্যান্ডের কৌশল ফাঁস হওয়ায় ক্ষুব্ধ সাউথগেট বলেছেন, ‘আমরা অনেককিছু করব। যেমনটা বলেছি, চার ম্যাচের মধ্যে তিনটি খেলায় আমরা জিতেছি এবং আমাদের অনেক জিনিস ভাগাভাগি হয়েছে।’
‘খেলার তিন দিন আগে আমাদের ট্যাকটিক্যাল পরিকল্পনা ফাঁস হয়েছে। আমরা একটি আশ্চর্যজনক বিশ্বে বাস করি, যেখানে এটি আমাদের জন্য খুব কঠিন, কারণ প্রতিপক্ষের কাছে তাকে অবাক করার যে উপাদান ছিল তা তাদের কাছে তিন দিন আগে চলে গেছে। এটা সত্যিই অবিশ্বাস্য।’
জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ৮১ হাজার দর্শক ধারণ ক্ষমতার সিগন্যাল ইদুনা পার্কে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।









