সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী, শেষ ম্যাচে জয় ছিনিয়ে এনে ম্যাচসেরা, ঝলমলে এক সফর শেষে সতীর্থ-সাবেক থেকে প্রতিপক্ষ অধিনায়ক, সবার প্রশংসায় ভাসছেন মোহাম্মদ সিরাজ। অধিনায়ক শুভমন গিল তো ম্যাচ শেষে ‘সিরাজ ভাই’কে প্রশংসায় ভাসিয়েছেনই। বলেছেন, ‘ওভালে হেরে গেলেও সিরাজ ভাইয়ের উপর আমার আস্থার পরিবর্তন হতো না।’
ওভালে শেষ ম্যাচে ভারতের কাছে ইংল্যান্ডের ৬ রানে হারের মধ্য দিয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের পাঁচ ম্যাচের রোমাঞ্চ-উত্তাপের পর্দা নেমেছে সোমবার। ২-২এ ড্র সিরিজের শেষ চিত্রনাট্যে ইংলিশদের ৩৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ভারতের ঢাল হয়ে দাঁড়ান পেসার মোহাম্মদ সিরাজ। সিরিজজুড়ে দাপটে থাকা তারকা দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। জয়ের নায়ক হন ম্যাচে ৯ উইকেট তুলে। ওভালে ভারতের কেউ আগে এত উইকেট নিতে পারেননি।
সিরাজের তাণ্ডবে ইংল্যান্ডকে টানা সপ্তম বছরের মতো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা থেকে বিরত রাখতে পেরেছে গিলের দল। চতুর্থ দিন শেষে ইংল্যান্ড তারকা জো রুট সেঞ্চুরি তুলে বলেছিলেন, ‘সিরাজের মাঠের আচরণ সিংহের মতো।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেছেন, ‘ওভালের নায়ক রাগী সিরাজ কিছুটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের মতোই।’
ওভাল টেস্টে ভারত দেখেছে উত্থান-পতন। উদ্ধারকারীদের অন্যতম ছিলেন সিরাজ। সেটি নিয়ে গিল বলেছেন, ‘আমরা সিরাজের উপর অনেক ভরসায় ছিলাম। তার চেষ্টার কোন কমতি ছিল না। ম্যাচ হেরে গেলে কিছুটা মন খারাপ হলেও সিরাজের জন্য আস্থা হারাতো না।’
পাঁচ ম্যাচের সিরিজে সিরাজ নিয়েছেন সর্বোচ্চ ২৩ উইকেট। সিরিজে ১,১১৩ বল করেছেন। এই সিরিজে খেলা বাকিদের চেয়ে চারশতাধিক বল বেশি করেছেন।









