রাজকোটে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর সমালোচনার তীর ধেয়ে আসছে ইংল্যান্ডের দিকে। বাজবল নিয়ে সবার সমালোচনার মধ্যে সাবেক ওপেনার মার্ক বুচারকে পাশে পাচ্ছে ইংল্যান্ড দল। তার মতে, তৃতীয় দিন ব্যাটে বাজে পারফরম্যান্সের কারণে এমন হার দেখেছে দলটি।
বাজবলের পক্ষ নিয়ে উইজডেনের সাক্ষাৎকারে বুচার বলেছেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি যে গত কয়েকদিন ধরে প্রতিক্রিয়াটি বেশ শক্তিশালী হয়েছে। মোটামুটিভাবে, ভারতে সফরকারী প্রতিটি দলের সাথে কী ঘটতে পারে তার প্রেক্ষাপট সবারই জানা ছিল।’
‘গত দুই ম্যাচে আমরা যেমনটা দেখেছি, হোক সেটা ভালো বা খারাপ মাঠে ভারতে আসা দলগুলো বেশ ভুগেছে, সেটা তৃতীয় দিন পর্যন্তও হতে পারে। সবসময়ের মত ইংল্যান্ড প্রতিরোধ গড়েছে যা তারা করে। টেস্ট ম্যাচে নতুন উদ্বেগহীন একটি ধরন এসেছে। কিন্তু আমি কিছুটা মর্মাহতও যে বেন স্টোকস দায়িত্ব নেওয়ার পর থেকে লোকেরা টেস্টে বাজবলের এই দিনটির জন্য অপেক্ষা করছে।’
‘হ্যাঁ, তারা তৃতীয় দিন সকালে কিছুটা প্রতিরোধ করেছে, কিন্তু একবার ব্যাটিং শেষ করে ভারতকে ১৫০ রানের লিড দিয়ে গেলে, আপনার সাথে এমন ঘটতে পারে। প্রথম টেস্টে যে এটি ঘটেনি তা একটি অলৌকিক ঘটনা। আমি মনে করি না যে এটি বাজবল নিয়ে সমালোচনার মত কিছু। আমি মনে করি ব্যাট হাতে তৃতীয় দিন খারাপ পারফরম্যান্স করেছিল এবং তারপর সেখান থেকে যা ঘটেছে সেটা সম্পূর্ণ অনুমানযোগ্য।’
রাজকোটে তৃতীয় টেস্টে যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে এবং প্রথম ইনিংসে ১২৬ রানে এগিয়ে থাকায় ইংল্যান্ডকে ৫৫৭ রানের বড় লক্ষ্য দেয় ভারত। জবাবে স্টোকসরা ১২২ রানে অলআউট হলে ভারত জয় পায় ৪৩৪ রানে।







