অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দেন স্টুয়ার্ট ব্রড। রোববার ম্যাচের চতুর্থ দিনে শেষ বারের মত ব্যাটে নামেন ৩৭ বর্ষী ইংলিশে পেসার। ব্রডের ইনিংস লম্বা না হলেও বড় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। ৩৮৪ রানের লক্ষ্যে নেমে দারুণ ছন্দে ছিলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। তবে তাদের ছন্দে বৃষ্টি হানা দেয়। বৃষ্টি না থামায় ভেস্তে গেছে ওভাল টেস্টের চতুর্থ দিন।
দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১২ রান বেশি করায় লক্ষ্য দাঁড়ায় ৩৮৪ রানের। পহাড়সম রানের লক্ষ্য টপকাতে নেমে ওপেনিং জুটিতে ১৩৫ রান তোলে সফরকারী দল। এরপর নামে বৃষ্টি, ফলে চতুর্থ দিনের খেলা আর মাঠে গড়ায়নি। খাজা অপরাজিত রয়েছেন ৬৯ রানে, ওয়ার্নার ৫৮ রানে। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৪৯ রান, হাতে রয়েছে ১০ উইকেট।
সকালে ক্যারিয়ারে শেষবারের মতো দশম উইকেট জুটিতে জেমস আন্ডারসনকে সঙ্গী করে ব্যাটে নামেন ব্রড। মাত্র ৬ রান যোগ করেই শেষ করেন ইনিংস। আন্ডারসন ফেরেন টড মারফির শিকার হয়ে। ইংলিশদের ইনিংস থামে ৩৯৫ রানে।
৩৮৪ রানের লক্ষ্যে নেমে শুরুটা দুর্দান্ত পায় অস্ট্রেলিয়া। ২০২২ সালের পর প্রথমবারের মতো ওপেনিং জুটিতে ১০০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনারের ১৩৫ রান সংগ্রহের পর বৃষ্টি নামে। দীর্ঘ সময় অপেক্ষার পরও বদলায়নি আবহাওয়ার পরিস্থিতি। পরে চতুর্থ দিনের লড়াই শেষ করে দেয়া হয়।








