টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ছোট সংস্করণের সিরিজে প্রথম ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ জার্সিতে অভিষেক হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার তৌহিদ হৃদয়ের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ২২ বর্ষী তৌহিদ হৃদয়কে। আট বছর পর দলে ফেরা রনি তালুকদার আছেন একাদশে। খেলছেন স্পিন অলরাউন্ডার শামীম পাটোয়ারীও।
উইল জ্যাকসের ইনজুরি ও জেসন রয়ের ফিরে যাওয়ায় ইংল্যান্ড দলে মাত্র ১৩ সদস্য রয়েছে। ফিরেছেন টপঅর্ডার ব্যাটার বেন ডাকেট ও বোলার রিচ টপলে।
টাইগাররা ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাক-অভিযান শুরু করছে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজ দিয়ে। নতুনদের নিয়ে দল গড়া সেই পরিকল্পনারই অংশ, বলছেন দ্বিতীয়বার সাকিবদের কোচের দায়িত্ব নেয়া শ্রীলঙ্কান হাথুরুসিংহে।
টি-টুয়েন্টির রাজা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। অর্জনের আছে অনেক। এই সংস্করণে ১৭ বছরের পথচলায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একমাত্র ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে, ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে। সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে এবারই প্রথম সিরিজ খেলছে ইংলিশরা।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ।








