পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে বোলিংয়ে বাজিমাত দেখিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ট্র্যাভিস হেড। ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ৮৩ বলে ১২৩ রান করেন। তাতে ইংলিশদের দেয়া ২০৫ রানের লক্ষ্যে পৌছানোর পথ সহজ করে ফেলেন এই ব্যাটার। তবে, হেডকে এখন থেকে স্থায়ীভাবে টেস্ট ওপেনিংয়ে চাচ্ছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল। ৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
সাউথ এশিয়ার বাইরে এই প্রথম লাল বলের ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাট করেছেন হেড। উসমান খাজার পরিবর্তে এবার সুযোগ মিলেছে এই ব্যাটারের।
ম্যাচ শেষে অজি ক্যাপ্টেন স্মিথ বলেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ, এমন কিছু বলার জন্য। কিন্তু আমরা যা দেখেছি তা সত্যিই অসাধারণ। পার্থের হাউজে বসে এমন কিছু দেখা যা ভাগ্যেরও।’
‘প্রথম ইনিংস আমাদের কাছে হতাশার। দ্বিতীয় ইনিংসে হেড ওপেনিংয়ে ব্যাটে নামে, আমি তিনে। এরপরে তিনি খেলে ফেলেন অ্যাশেজের ইতিহাসের অনবদ্য একটি ইনিংস।’
দ্বিতীয় ইনিংসে অজিদের ব্যাটে নামার আগেই প্রথদদিনে পাওয়া চোট নিয়ে অস্বস্তিতে পড়েন খাজা। প্রথম ইনিংসে চারে ব্যাট করেন এই ব্যাটার। ২ রানে আউট হন।









