শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। এই রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি। আর এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায় এনসিপি।








